ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের শতক, পেরেরার প্রথম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জিম্বাবুয়ের শতক, পেরেরার প্রথম সেঞ্চুরি ছবি:সংগৃহীত

ঢাকা: কুশল পেরেরার টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বড় লিডের পথে শ্রীলঙ্কা। হারারে স্পোর্টস ক্লাবে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩১৭ রানে শেষ করেছে লঙ্কানরা।

টসে জিতে উদ্বোধনী জুটিতেই ১২৩ রানের পার্টনারশিপ গড়েন দিমুথ করুনারত্নে ও কুশাল সিলভা। করুনারত্নে ৫৬ রানে আউট হন। তবে মাত্র ছয় রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি বঞ্চিত হন সিলভা।

এর পরের গল্পটা শুধুই পেরেরার। দারুণ কিছু শট খেলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২১ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১১০ রান করে গ্রায়েম ক্রেমারের বলে ফেরেন তিনি। উপল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এদিকে ঘরের মাঠে নিজেদের ইতিহাসে শততম টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাই সমর্থকদের আশা এই ম্যাচে ভালো কিছু করে দেখাবে দলটি।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।