ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল টিকিটের সর্বনিম্ন মূল্য দুইশো টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিপিএল টিকিটের সর্বনিম্ন মূল্য দুইশো টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ০৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের জাকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তালিকা অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর গ্যালারি ৩০০ টাকা, দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা ও পূর্ব গ্যালারি ২০০ টাকা।

৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে মোকাবেলা করবে রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস।
 
কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ৪ নভেম্বর পর্দা উঠা এবারের বিপিএলের পর্দা নামবে ৯ ডিসেম্বর, ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে।    

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।