ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উপরে ওঠার অপেক্ষায় মুশফিক বাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
উপরে ওঠার অপেক্ষায় মুশফিক বাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ হয়ে গেছে বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্টের র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানধারী ইংলিশদের শেষ ম্যাচে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঘরের মাটিতে সিরিজ শেষে রেটিং পয়েন্ট বাড়িয়েছে টাইগাররা।

এবার র‌্যাংকিংয়ের উপরের দিকে ওঠার অপেক্ষায় মুশফিক বাহিনী।

শেষ ম্যাচে জয়ের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। টেস্ট র‌্যাংকিংয়ে মূল্যবান ৮ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে ইংল্যান্ডের কমেছে ৩ রেটিং পয়েন্ট। তবে দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
 
সিরিজ শুরুর আগে সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৭। এখন সেটি বেড়ে হয়েছে ৬৫। আর চারে থাকা ইংল্যান্ড সিরিজ শুরু করেছিল ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে, এখন সেটি কমে হয়েছে ১০৫।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে জিততে জিততেও হেরে যায় টিম বাংলাদেশ। দীর্ঘ ১৫ মাস পর সাদা পোশাকে খেলতে নেমে তামিম-সাকিব-মিরাজ-মুশফিকরা হেরেছিল মাত্র ২২ রানের ব্যবধানে। যা ছিল রানের দিক থেকে টাইগারদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ব্যবধানের হার।

ঢাকা টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আক্ষেপ ঘুঁচিয়ে ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে উড়িয়ে দেয় মুশফিকরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে উড়াল দিচ্ছে সফরকারী ইংল্যান্ড। অন্যদিকে, পাকিস্তান-ও. ইন্ডিজের মধ্যকার চলছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজ শেষে টিম র‌্যাংকিং প্রকাশ করবে আইসিসি।

সিরিজ জিততে পারলে সরাসরি ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। সেক্ষেত্রে, পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের ভরাডুবি হলে এক ধাপ এগিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের আটে উঠে যাবে টিম বাংলাদেশ। শারজাতে চলমান টেস্টও হারলে ক্যারিবীয়রা আরও রেটিং পয়েন্ট হারাবে, তাতে নেমে যেতে পারে বাংলাদেশের নিচে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো উঠে যেতে পারে র‌্যাংকিংয়ের আট নম্বরে। বাংলাদেশ (৬৫) আর ক্যারিবীয়দের (৬৭) মাঝে এখন ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান শেষ ম্যাচটির উপর নির্ভর করছে টাইগারদের আট নম্বরে যাওয়ার বিষয়টি।

অথচ, বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতলে এক লাফে পয়েন্ট চলে যেত ৭০-এর ঘরে। হোয়াইটওয়াশ করতে পারলে হতো ৭৫। সিরিজ হারলেই পয়েন্ট খোঁয়াতো ইংলিশরা। তিনে থাকা অস্ট্রেলিয়াকে টপকাতে হলে তাদের দু’টি টেস্টই জিততে হতো।

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল অ্যালিস্টার কুকরা। এর আগে দুই দল দুই ম্যাচ করে মোট চারটি সিরিজে মুখোমুখি হয়। দু’টি ইংল্যান্ডে আর দু’টি হোম ভেন্যুতে। আটটি ম্যাচেই হেরেছিল টাইগাররা। সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে খালি হাতে ফেরে তারা। সময়ের পরিক্রমায় বাংলাদেশ দল এখন বেশ পরিণত, যার প্রমাণ তারা দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজের পর টেস্টেও কঠিন লড়াই করে টাইগাররা।

বর্তমান টেস্ট র‌্যাংকিং: ভারত (১১৫ পয়েন্ট), পাকিস্তান (১১১), অস্ট্রেলিয়া (১০৮), ইংল্যান্ড (১০৫), দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯১), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৬৫), জিম্বাবুয়ে (৮)।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।