ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক লাফে মেহেদির ২৮ ধাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এক লাফে মেহেদির ২৮ ধাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অভিষেক টেস্টের পারফরম্যান্সে আগের প্রকাশিত র‌্যাংকিংয়ে উঠেছিলেন ৬১তম স্থানে। বোলিং র‌্যাংকিংয়ে পা রেখেছিলেন ৬১ নম্বর দিয়ে।

আর পরের ম্যাচ খেলেই এক লাফে চলে এলেন ৩৩ নম্বরে। টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ অভিষেক টেস্ট সিরিজের দুর্দান্ত পারফর্মে ২৮ ধাপ এগিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটের নতুন এই সেনসেশন অভিষেক টেস্টে চট্টগ্রামে ৭ উইকেট নিয়েছিলেন। ঢাকা টেস্টে নেন আরও ১২ উইকেট। দুই টেস্ট মিলিয়ে মোট পান ১৯ উইকেট। যা বাংলাদেশের হয়ে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হতে মিরাজ ভেঙেছেন ১২৯ বছরের পুরোনো রেকর্ড।

এদিকে, সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরেক স্পিনার সাকিব আল হাসান রয়েছেন ১৫তম স্থানে। আর মিরাজের পরে ৩৭তম স্থানটিতে জায়গা করে নিয়েছেন অন্য স্পিনার তাইজুল ইসলাম।

এদিকে, ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২৬ নম্বরে রয়েছেন মুমিনুল হক। ২৭ নম্বরে সাকিব। শেষ টেস্টে ১০৪ ও ৪০ রানের ইনিংসে চার ধাপ এগিয়েছেন তামিম। মুমিনুল আর সাকিব একধাপ করে এগিয়েছেন।

ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস দুইধাপ এগিয়ে রয়েছেন ৫৩ নম্বরে। তবে, ইমরুল-সাকিব-মুমিনুলের মতো উপরের দিকে উঠতে পারেননি ৫০তম টেস্ট খেলা টাইগার দলপতি মুশফিক। পাঁচধাপ পিছিয়ে মুশফিকুর নেমে গেছেন ৪৫ নম্বরে। মাহমুদউল্লাহ আগের মতোই ৪৯ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। দুইয়ে রয়েছেন সাকিব। শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৫১ আর সাকিবের ৪০৫। চট্টগ্রাম আর ঢাকা টেস্ট মিলিয়ে সাকিব যোগ করেছেন আরও ২১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।