ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মহত্যার চেষ্টা করেছিলেন অজি ক্রিকেটার হগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
আত্মহত্যার চেষ্টা করেছিলেন অজি ক্রিকেটার হগ ছবি:সংগৃহীত

ঢাকা: চাঞ্চল্যকর এক খবর দিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার ব্র্যাড হগ। ক্রিকেট থেকে অবসর ও বিয়ে ভেঙে যাওয়ায় এমন বিপর্যস্ত অবস্থা হয়েছিল যে জীবনটাই শেষ করে দেবেন বলে ভেবেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত আর পারেননি।

সাতটা টেস্ট খেলেছিলেন দেশের হয়ে। ২০০৩ এবং ২০০৭, অস্ট্রেলিয়ার দুটো সফল বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন। কিন্তু বৈবাহিক সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হয় হগকে। যদি তাতে বিয়েটা বাঁচানো যায়, সেই আশায়। ২০০৭-০৮ সালে অবসর নেওয়ার পরেও অবশ্য তৎকালীন স্ত্রী অ্যান্ড্রিয়ার সঙ্গে সম্পর্কটা বাঁচাতে পারেননি।

তার পরের তিনটে বছর শুধুই অবসাদ। মদ্যপানের মধ্যে স্বস্তি খুঁজতেন। আর একটা সময় আত্মহত্যার চিন্তা মাথায় ঘোরাফেরা শুরু করে।

নিজের আত্মজীবনী ‘দ্য রং আন’-এ ব্র্যাড হগ জানান, ‘পোর্ট বিচে সমুদ্রের ধারে একদিন গাড়িটা পার্ক করে হাঁটতে বের হই। সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো, পানিতে ঝাঁপিয়ে পড়ি। সাঁতরে দূরের একটা পাথরের দিকে যাওয়ার চেষ্টা করি। যদি ফিরে আসতে পারি, তা হলে ভালো। যদি না পারি, যদি ডুবে যাই, তা হলে ভাববো ভাগ্যটাই খারাপ। ’

এখন অবশ্য হগ চুটিয়ে ফের ক্রিকেট খেলছেন। ঘরোয়া বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগার্ডসে খেলবেন আগামী আসরে। খেলে যাচ্ছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও। যেখানে আইপিএলের আসরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে রয়েছেন তিনি।

এর আগে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১২৩টি ওয়ানডে খেলে হজ নিয়েছিলেন ১৫৬টি উইকেট। সাতটি টেস্ট খেলে হগের শিকার ১৭ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।