ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শারজাহ টেস্টে চালকের আসনে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
শারজাহ টেস্টে চালকের আসনে ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ। শারজায় তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৮৭ রান তুলতেই চার উইকেট হারিয়ে চাপের মুখে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে মিসবাহদের লিড মাত্র ৩১।

স্কোর: পাকিস্তান - ২৮১ ও ৮৭/৪ (৩৯ ওভার)
ও. ইন্ডিজ - ৩৩৭

পাকিস্তানের ২৮১ রানের জবাবে ৩৩৭ রানের সংগ্রহে ৫৬ রানের লিড পায় ক্যারিবীয়রা। যার পুরো কৃতিত্বই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরিতে ১৪২ রানের অসাধারণ ইনিংসে অপরাজিত থাকেন এ উদীয়মান ডানহাতি ব্যাটসম্যান।

ছয় উইকেটে ২৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে তারা। ব্রাথওয়েটের অনবদ্য ব্যাটিংয়ে বাকি চার উইকেটে যোগ হয় আরো ৯৩ রান। শেষ পর্যন্ত দলীয় ইনিংস থামে ৩৩৭-এ। রোস্টন চেজ ৫০ ও শেন ডউরিচের ব্যাট থেকে আসে ৪৭।

ওয়াহাব রিয়াজ একাই পাঁচ উইকেট দখল করেন। মোহাম্মদ আমির তিনটি ও একটি করে নেন ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।

৩-০ তে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটিতে ৩৭ রান তোলার পর সাজঘরে ফেরেন সামি অাসলাম (১৭)। চার রান যোগ হতেই আউট হন আসাদ শফিক (০) ও ইউনিস খান। তিনটি উইকেটই নেন জেসন হোল্ডার। দলীয় ৪৮ রানে মিসবাহ উল হককে নিজের প্রথম শিকারে পরিণত করেন অফস্পিন অলরাউন্ডার রোস্টন চেজ।

এক প্রান্ত আগলে রেখেছেন প্রথম টেস্টের ত্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলী (৪৫ অপ.)। তার সঙ্গে ৩৯ রানের অবিচ্ছিন জুটিতে দিনের খেলা শেষ করেন সরফরাজ আহমেদ (১৯ অপ.)।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।