ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের সহকারী কোচ সাতক্ষীরার তপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রংপুর রাইডার্সের সহকারী কোচ সাতক্ষীরার তপু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কোচ, সাতক্ষীরার কৃতি সন্তান মুফাচ্ছিনুল ইসলাম তপু।  

২৯ অক্টোবর রংপুর রাইডার্সে যোগ দেন তিনি।


 
সাতক্ষীরা জেলা দলের কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু বাংলানিউজকে জানান, এখন পুরোদমে অনুশীলন চলছে। প্রধান কোচ হিসেবে এই দলে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তার নেতৃত্বে পুরোদমে টিম ওর্য়াক চলছে।

আসন্ন আসরে রংপুর রাইডার্সে আইকন প্লেয়ার হিসেবে যোগ দিয়েছেন সাতক্ষীরার সন্তান সৌম্য সরকার। এছাড়া, মুফাচ্ছিনুল ইসলাম তপুর অধীনে খেলবেন আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।

দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন শহিদ আফ্রিদি, গিড্রন পোপ, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, রিচার্ড গ্লিসন, নাসির জামসেদ, সচিত্রা সেনানায়েকে, জীহান রুপাসিংহে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।