ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্মোচন করা হল রংপুর রাইডার্সের জার্সি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
উন্মোচন করা হল রংপুর রাইডার্সের জার্সি ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের অন্যতম শিরোপার দাবিদার রংপুর রাইডার্সের সংবাদ সম্মেলন বুধবার (২ নভেম্বর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে দলটির জার্সি।

সেই সঙ্গে  অনুষ্ঠিত হয়েছে স্পন্সরদের সঙ্গে চুক্তিও স্বাক্ষর অনুষ্ঠানও।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান এবং ভোরের পাতা সম্পাদক-প্রকাশক ড. কাজী এরতেজা হাসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান জিয়াউর রহামান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহামন, ভাইস চেয়ারম্যান মাহবুব রহমান রোহেল, সিইও কাজী শামীম মেহেদি, সিওও শাফকাত রহমান, দলের ম্যানেজার সানোয়ার হোসেন, প্রধান কোচ জাভেদ ওমর বেলিম গুল্লু ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রংপুর রাইডার্সের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান বলেন, ‘আমি একজন সংবাদকর্মী হলেও অনুভূতি এবং দেশপ্রেম থেকে এবার ক্রিকেটে এসেছি। ক্রিকেটকে প্রমোট করে আরো সামনে এগিয়ে নিতে চাই। ’

তিনি আরো বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। দেশের সরকার প্রধান হয়েও এত ব্যস্ততার মধ্যেও তিনি বাংলাদেশের প্রতিটি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচের তিনি খবর নেন। এ বিষয়টি আমাকে ক্রিকেটে আসতে অনুপ্রানিত করেছে। প্রধানমন্ত্রী যেভাবে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন,  আমি এবং আমার পরিচালনা পর্ষদ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখে ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নেব। ’

রংপুর রাইডার্সের দেশি খেলোয়াড়দের তালিকায় আছেন, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাইম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান। আর বিদেশিদের তালিকায় আছেন শহীদ  আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে ও জিহান রুপাসিংহে।

শুক্রবার (৪ নভেম্বর) আসরের উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা টাইনান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।   একই মাঠে আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে খেলবে রংপুর।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।