ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্টে হার এড়াতে পারলো না জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
শততম টেস্টে হার এড়াতে পারলো না জিম্বাবুয়ে ছবি:সংগৃহীত

ঢাকা: অল্পের জন্য শততম টেস্টে হার এড়াতে পারলো না জিম্বাবুয়ে। পঞ্চম দিনে শেষ সেশনে আর মাত্র ৪৫ বল খেলতে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো দলটি।

তবে শ্রীলঙ্কাই হাসে শেষ হাসি। ২২৫ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে লিড নেয় সফরকারীরা।

চতুর্থ দিনে ২৪৭ রানে ছয় উইকেট হারানো শ্রীলঙ্কা পঞ্চম দিনে আর ব্যাটিংয়ে নামেনি। ফলে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৪১২ রানে টার্গেট দাঁড়ায়। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এক পর্যায়ে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার ও কার্ল মামবা।

প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া ক্রেমার ১৪৪ বলে শেষ পর্যন্ত ৪৩ রান করে হেরাথের বলে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে সেন উইলিয়ামসের ব্যাট থেকে। সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১৮৬ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান অধিনায়েকর দায়িত্ব পালন করা রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। আর দুটি করে উইকেট পান সুরাঙ্গা লাকমাল ও লাহিরু কুমারা।

ম্যাচ সেরা হন গ্রায়েম ক্রেমার।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।