ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পার্থে অজিদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
পার্থে অজিদের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: পার্থ টেস্টের প্রথম দিনটি অস্ট্রেলিয়ার হয়েই থাকলো। সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৪২ রানে অলআউট করে দেওয়া অজিরা দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১০৫ রান।

প্রোটিয়াদের থেকে যদিও স্বাগতিকরা পিছিয়ে ১৩৭ রান।

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা অজিদের পেস আক্রমণে দিশেহারা হয়। দলীয় ৩২ রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। ওপেনার স্টিফেন কক ০, ডিন এলগার ১২, হাশিম আমলা ০, জেপি ডুমিনি ১১ রান করে বিদায় নেন। দলপতি ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৩৭ রান।

৫১ রান করেন তেমবা বাভুমা। সাত নম্বরে নামা কুইন্টন ডি কক খেলেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। ১০১ বল মোকাবেলা করে ডি কক তার ইনিংসটি ১১টি চার আর একটি ছক্কায় সাজান।

অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, তিনটি উইকেট পান জস হ্যাজেলউড, দুটি উইকেট লাভ করেন নাথান লিওন আর একটি উইকেট নেন পিটার সিডল।

ব্যাটিংয়ে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া ১০৫ রান তোলে। ওপেনার ডেভিড ওয়ার্নার ৬২ বলে ১৩টি চার আর একটি ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার শন মার্শ ২৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।