ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা ঠিক নয়: ডিকাসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা ঠিক নয়: ডিকাসন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ সফর সম্পন্ন করেছে ইংল্যান্ড। ইংলিশদের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সবুজ সংকেতের পরই বাংলাদেশ সফরে আসে দলটি।

যাওয়ার আগে বাংলাদেশের নিরাপত্তাকে বিশ্বের সেরা নিরাপত্তা জানিয়ে ঢাকা ত্যাগ করে ইংলিশরা।

রেগ ডিকাসনের আশ্বাসেই মূলত ইংলিশরা বাংলাদেশ সফরে এসেছিল। ইংলিশ ক্রিকেটাররা বাংলাদেশের সঙ্গে ডিকাসনকেও ধন্যবাদ জানাতে ভুলেননি। এবার সফরকারী দলটি খেলতে গিয়েছে ভারতে। তবে, এশিয়ার আরেক ক্রিকেট প্রধান দেশ পাকিস্তানে কবে নাগাদ খেলতে যাবে ইংলিশরা-এমন প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর দিয়েছেন ইংলিশ দলের নিরাপত্তা প্রধান ডিকাসন।

বাংলাদেশে সফল একটি সফর শেষ করলেও পাকিস্তানকে এখনও ইংলিশদের জন্য নিরাপদ নয় বলে জানিয়েছেন ডিকাসন। তিনি জানান, ‘শিগগিরই পাকিস্তান সফর করার সম্ভাবনা নেই ইংল্যান্ড দলের। বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতি এক রকম নয়। তাছাড়া, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির তুলনা করাটাও ঠিক নয়। সফরে পরিষ্কারভাবেই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। ’

ডিকাসন আরও জানান, ‘আমরা এশিয়ার দেশগুলোতে বেশি বেশি করে সিরিজ খেলতে চাই। বাংলাদেশের সফরটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকার আর দেশটির ক্রিকেট বোর্ড আমাদের দুর্দান্ত নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হিসেবেও বাংলাদেশ চমৎকার করেছে। ’

ডিকাসন যোগ করেন, ‘পাকিস্তানে ভবিষ্যতে সফর করা যায় কি না, এটি ভেবে দেখব। কোনো সন্দেহ নেই আমরা খোলামনেই এটি নিয়ে ভাববো। তবে, আমার মনে হয় পাকিস্তানের কিছু কিছু জায়গার পরিবর্তন প্রয়োজন। ’

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।