ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা, মাঠ ঢাকা ত্রিপলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা, মাঠ ঢাকা ত্রিপলে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বৃষ্টি বাধায় বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী দিনটি ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার হয়েই থাকলো। দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হওয়ার অপেক্ষায়।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা রংপুর রাইডার্স আর খুলনা টাইটান্সের। মিরপুরে সোয়া সাতটায় ম্যাচটি গড়ানোর কথা থাকলেও এখনও বৃষ্টির কারণে সেটি শুরু হতে পারেনি। মাঝে বৃষ্টি থামলে উইকেটের ওপর থেকে কভার সরানো হয়েছিল। কিন্তু, আবারো বৃষ্টি নামলে উইকেট ঢেকে দেওয়া হয়। দ্বিতীয় ম্যাচের টস করা যায়নি।

এদিকে, উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে সকাল থেকেই জোরালো শঙ্কাই জেগে বসেছিল। শেষ পর্যন্ত সেটিই হয়। বিকেল ৪টা ৫৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের একটা সম্ভাবনা ছিল। তাতেই যুক্ত হয় বাড়তি উত্তেজনা। দর্শকরাও মাশরাফি-সাব্বিরদের খেলা উপভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে নিরাশই হতে হয়।

অবশ্য, প্রথম ম্যাচের টস হয়েছিল। তাতে, রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু মিরপুরের আকাশের গুঁড়িগুঁড়ি বৃষ্টি চার-ছক্কার ধুন্ধুমার লড়াই শুরু হতে দেয়নি। দুপুর আড়াইটায় বল মাঠে গড়ানোর কথা ছিল।

দ্বিতীয় ম্যাচের দিকে সবাই তাকিয়ে থাকলেও নিরাশই হতে হচ্ছে। সূচি অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এ ম্যাচের ভাগ্যে কি আছে সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।