ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাদ পড়ছেন এবাদত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাদ পড়ছেন এবাদত এবাদত হোসেন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান বিপিএলের পর ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার আবহাওয়া প্রায় এক হওয়ায় টাইগাররা প্রথমে দুই সপ্তাহের জন্য ক্যাঙ্গারুর দেশে প্রস্তুতি ক্যাম্প করবে।

এরই লক্ষ্যে ২২ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে বিস্ময় জাগিয়ে সুযোগ পেয়েছিলেন পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন। অথচ বাদ দেওয়া হয়েছে রুবেল হোসেন, আল-আমিন হোসেনের মতো তারকাদের। কিন্তু সুযোগ পেয়েও ইনজুরির কারণে এই দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তরুণ পেসার এবাদত।

গত ২৩ অক্টোবর অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। পরে জানা যায় তিনি সাইড স্ট্রেইনে ভুগছেন। এর আগে ২২ বছর বয়সী নতুন এ সেনসেশন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে খেলেছিলেন। এ ব্যাপারে দলের ফিজিও বায়জিদুল ইসলাম বলেন, ‘সে গ্রেড টু ইনজুরিতে ভুগছে, তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। ’

এবাদত বাংলাদেশ এয়ারফোর্সের হয়ে কাজ করতেন। পেসার হান্টে সেরা হওয়ার আগে তিনি ভলিবল খেলতেন। পরে তাকে বিসিবি হাইপারফরম্যান্স পোগ্রামে যুক্ত করে। যেখানে স্বল্প মেয়াদের কোচ ছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর সে সময় এবাদতের বোলিংয়ে বেশ মুগ্ধ হন জাভেদ।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে সফর করবে। পরে কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।