ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত বরিশাল-চিটাগাং ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বৃষ্টিতে পরিত্যক্ত বরিশাল-চিটাগাং ম্যাচ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বৃষ্টির কারণে বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংসের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকাল ৪টা ১০ মিনিটে অফিশিয়ালি এ ঘোষণা দেন ম্যাচ রেফারি।

 

এ নিয়ে বিপিএলের প্রথম তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির কারণে গতকাল বিপিএলের প্রথম দিনের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। দুপুরের পর বৃষ্টির বেগ কিছুটা বেড়ে যাওয়ায় ম্যাচের আশা কমে আসে।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে গতকাল থেকেই ত্রিপলে আবৃত পুরো মাঠ। সন্ধ্যা সাতটায় দিনের অপর ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এ মুহূর্তে বৃষ্টি থামায় দ্বিতীয় ম্যাচকে ঘিরে আশা জাগছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।