ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলা নেই, ‘বোরিং’ ছিল ধারাভাষ্য কক্ষ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
খেলা নেই, ‘বোরিং’ ছিল ধারাভাষ্য কক্ষ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বৃষ্টি, তাই মাঠে খেলা নেই, নেই দর্শকও। বিপিএলের চার-ছক্কার ব্যাটিং দেখে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসেনি দর্শকদের চিৎকার, ছিল না কোনো উল্লাস, টিভি পর্দায় শোনা যায়নি ধারাভাষ্যকারদের ধারাভাষ্য।

বৃষ্টি যেন ধারভাষ্যকারদের কণ্ঠ রোধ করে দিয়েছিল। ম্যাচ চলাকালীন যেখানে তাদের ব্যস্ততার শেষ থাকে না, তাদের সুরেলা কণ্ঠে প্রাণ পায় প্রতিটি ম্যাচ, উজ্জ্বীবিত হয় দর্শক সেই ধারাভাষ্যকাররাই ‘বোরিং’ সময় পার করেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কমেন্ট্রিবক্সে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ধারভাষ্যকক্ষে ঢুকতেই দেখা যায় দেশখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী কক্ষের ঠিক সামনে দাঁড়িয়ে, কোথাও যাওয়ার অপেক্ষায়। তার একটু পরেই চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আতাহার আলী খান। স্বচ্ছ গ্লাস দিয়ে নিষ্পলক তাকিয়ে আছেন উইকেটের দিকে। অপর দুই ধারাভাষ্যকার ড্যানি মরিসন ও সম্ময় ছিলেন না নিজ আসনে। থাকবেনই বা কেন? খেলা তো হচ্ছে না! বসে বসে আর কতক্ষণই বা থাকা যায়? তাই হয়তো এদিক ওদিক পায়চারি করছিলেন।  

বলতে গেলে পুরো কক্ষটিই ফাঁকা পড়ে ছিল। ব্যস্ততার লেশ মাত্র ছিল না। এমন দৃশ্য দেখে আতাহার আলী খানের কাছে জানতে হয়, খেলা তো নেই আপনাদের সময় কেমন কাটছে? আতাহার আলী খান এমনিতেই রসিক স্বভাবের মানুষ, তাই অনেকটা রসিকতা করেই বলে ফেললেন ‘বোরিং। ’ 

পরক্ষণেই সিরিয়াস হয়ে জানালেন, ‘আমাদের আসলে কিছু করার নেই। কেননা প্রকৃতির উপরে আমাদের কারোরই হাত নেই। খেলা না হলে আমরা বক্সে বসে থাকি, আর্টিকেল পড়ি, গল্প করি। সবচেয়ে খারাপ লাগে খেলা না হলে। ভীষণ বোরিং লাগে। কখন খেলা শুরু হবে আর কখনই বা আমাদের ব্যস্ততা শুরু হবে, সেটাই ভাবতে থাকি। আমরা কাজের অপেক্ষায় থাকি। খারাপও লাগে। তবে আমি বলবো বৃষ্টিটা সত্যিই দুঃখজনক। কেননা শুক্রবার (৪ নভেম্বর) মাঠে অনেক দর্শক দেখেছিলাম। তারা হতাশ হয়ে ফিরে গেছে। তারপরেও আমরা নিজেদের মধ্যে জোকস করে একটু হালকা হওয়ার চেষ্টা করি। ’তবে ধারাভাষ্য কক্ষে নাকি সবচেয়ে বেশি মজা করেন কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন। মরিসন সম্পর্কে আতাহার জানালেন, ‘ড্যানি নিউজিল্যান্ড থেকে এসেছেন। তিনি সাংঘাতিক মজার মানুষ। অবসরে আমাদের বেশ ভালোই আনন্দ দেন। ’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরেছে ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি জেলায়। আর এর ফলে পণ্ড হয়েছে বিপিএলে উদ্বোধনী দিনের দুই ম্যাচ।
 
শুক্রবারের ধারাবাহিকতায় শনিবারও (৫ নভেম্বর) বৃষ্টির অব্যাহত চোখ রাঙানির ফলে পরিত্যক্ত হয়ে গেছে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। বাকি যায়নি দিনের দ্বিতীয়টিও। এক বলও না গড়িয়ে পরিত্যক্ত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডাইনামাইটসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিও।

শুধু কী তাই বৃষ্টির শঙ্কা থাকায় আগামী সোমবার (৭ নভেম্বর) পর্যন্ত বিপিএলের সব ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি! সত্যিই বোরিং।  
  
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।