ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি থেকে এক কোটি টাকা পাচ্ছে হকি ফেডারেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বিসিবি থেকে এক কোটি টাকা পাচ্ছে হকি ফেডারেশন

মিরপুর থেকে: বাংলাদেশ হকি ফেডারেশনকে আর্থিক সহায়তার বিষয়ে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার দেয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব শিগগিরই হতে যাচ্ছে।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেটের ১৫তম বার্ষিক সাধারণ সভা শেষে গণমাধ্যমকে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।  
 
বিসিবি থেকে হকিকে দেয়া সহায়তার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা হকির সাথে কিছুটা জড়িয়েছি এবং আমাদের কিছু প্রতিশ্রুতিও ছিল। সেটার অনুমোদন আজকের সভায় আমরা দিয়ে দিয়েছি। এখন থেকে হকিকে আমরা আর্থিত অনুদান দেব। আপাতত হকি ফেডারেশনেরর জন্য আমরা ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। খুব শিগগিরই তাদেরকে আমরা অনুদানটি দিয়ে দেব। ’

শুধু হকি ফেডারেশনই নয়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনও বিসিবির অনুদান পেতে যাচ্ছে বলে জানালেন পাপন, ‘সুইমিং ফেডারেশনও আমোদের কাছে আর্থিক অনুদান চাচ্ছে। তাই তাদেরকেও আমরা আর্থিক সহায়তা দেব। ’

এদিকে বাংলাদেশ ফুটবলের রেফারিস কমিটির সদ্য প্রয়াত ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম, অসুস্থ ফটো সাংবাদিক তরিকুল ইসলাম ও অসুস্থ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবালের চিকিৎসার জন্যও বিসিবি আর্থিক অনুদান দিচ্ছে বলে জানান পাপন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।