ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৭ আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল হায়দ্রাবাদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
২০১৭ আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল হায়দ্রাবাদে ছবি:সংগৃহীত

২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ৫ এপ্রিল থেকে, ২১ মে হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসরটির ফাইনাল। আর উদ্বোধনী ও ফাইনাল দুটি ম্যাচই আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।

ঢাকা: ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ৫ এপ্রিল থেকে, ২১ মে হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসরটির ফাইনাল। আর উদ্বোধনী ও ফাইনাল দুটি ম্যাচই আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।

বিসিসিআইয়ের এক নির্ভরযোগ্য কর্মকর্তা এমনটিই জানিয়েছেন। তবে তিনি জানান ভারতীয় লোধা কমিশন ব্যাপারটি নিশ্চিত করবে।

যদি এমন সিদ্ধান্ত নিশ্চিত হয়েই যায়, তবে অস্ট্রেলিয়ার ভারত সিরিজের ক’দিন পরই শুরু হবে আইপিএল। আর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ১০ দিন আগে টুর্নামেন্টটি শেষ হবে।

আগামী মাসেই বসতে চলেছে আইপিএল নিলামের আসর। দশম আইপিএল-এ ক্রিকেটার নিলামের আসর এবার বসতে চলেছে বেঙ্গালুরুতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওয়ার্কশপ হবে দুবাইতে। দিল্লিতে গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মুম্বাইয়ের জন্য রয়েছে সুখবর। আগের বছর খরার জন্য মুম্বাই, পুনে ও নাগপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আইপিএল-এর ম্যাচ। এবার দশম আইপিএল আবার ফিরছে মহারাষ্ট্রে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।