ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড খুলনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড খুলনার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এর আগে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বরিশাল বুলসের। বিপিএলের গেল আসরে সিলেট সুপার স্টারসের কাছে দলটি অলআউট হয়েছিল ৫৮ রানে। এবার রংপুর রাইডার্সের কাছে ৪৪ রানে অলআউট হয়ে সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।

মিরপুর থেকে: এর আগে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বরিশাল বুলসের। বিপিএলের গেল আসরে সিলেট সুপার স্টারসের কাছে দলটি অলআউট হয়েছিল ৫৮ রানে।

এবার রংপুর রাইডার্সের কাছে ৪৪ রানে অলআউট হয়ে সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিকোলাস পুরানের উইকেটে আঘাত হানেন সোহাগ গাজী। এরপর আব্দুল মজিদকেও রান আউট করে ক্রিজ ছাড়া করেন সোহাগ।

একমাত্র শুভাগত হোম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শুভাগত করেন ১২ রান।

রংপুরের হয়ে আফ্রিদি চারটি আর আরাফাত সানি তিনটি উইকেট লাভ করেন। ১০.৪ ওভারে গুটিয়ে যায় ৪৪ রান করা খুলনা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।