ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাফিস-মুশফিকে বরিশালের সংগ্রহ ১৯২

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নাফিস-মুশফিকে বরিশালের সংগ্রহ ১৯২ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমের বরিশাল বুলস নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তুলেছে ১৯২ রান। দলের হয়ে দুর্দান্তভাবে অর্ধশতক হাঁকান মুশফিক এবং নাফিস।

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমের বরিশাল বুলস নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তুলেছে ১৯২ রান। দলের হয়ে দুর্দান্তভাবে অর্ধশতক হাঁকান মুশফিক এবং নাফিস।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের দলপতি ড্যারেন স্যামি। বরিশালের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন দিলশান মুনাবেরা এবং ডেভিড মালান। শুরুর ওভারেই বিদায় নেন মুনাবেরা। ফরহাদ রেজার করা ইনিংসের তৃতীয় বলেই উমর আকমলের তালুবন্দি হন তিনি।  

পঞ্চম ওভারে আবারো বরিশালের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন ফরহাদ রেজা। ফিরিয়ে দেন আরেক ওপেনার ডেভিড মালানকে। উইকেটের পেছনে সোহানের গ্লাভসবন্দি হওয়ার আগে তিনি ১১ বলে করেন ১৩ রান। দলীয় ২১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বরিশাল।

এরপর জুটি গড়েন দুর্দান্ত ফর্মে থাকা শাহরিয়ার নাফিস এবং দলপতি মুশফিকুর রহিম। ম্যাচের ১৪তম ওভারে চতুর্থ বলে দলীয় শতক আসে বরিশালের। এই জুটি থেকে ৭১ বলে আসে ১১২ রান। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন নাফিস। দুর্দান্ত খেলে ৪৪ বলে চারটি চার আর চারটি ছক্কায় তিনি করেন ৬৩ রান। উইকেটের পেছনে স্যামির বলে সোহানের গ্লাভসবন্দি হন তিনি। দলীয় ১৩৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বরিশাল। এবারের বিপিএলে তৃতীয় ম্যাচ খেলতে নেমে দুটি অর্ধশতক হাঁকান নাফিস। নিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন বরিশালের এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে করেছিলেন ৫৫ রান।

নাফিস ফিরে গেলেও চলমান আসরে দ্বিতীয় অর্ধশতক তুলে নেন মুশফিক। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৫০ রানে অপরাজিত থাকা মুশফিক দ্বিতীয় ম্যাচে করেন ৩৩ রান। আর তৃতীয় ম্যাচে রাজশাহীর বোলারদের শাসন করে অপরাজিত থাকেন ৮১ রানে। তার ৫২ বলের ঝড়ো ইনিংসে ছিল ৫টি চার আর ৪টি ছক্কার মার। শেষ দিকে মুশফিকের সঙ্গে উইকেটে থাকা থিসারা পেরেরা তিন ছক্কায় করেন ১১ বলে ২৪ রান। এ জুটি থেকে আসে ২৪ বলে ৫৯ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় নামে বরিশাল-রাজশাহী। পয়েন্ট টেবিলে বরিশালের থেকে এগিয়ে রাজশাহী।

চার নম্বরে থাকা সাব্বির রহমান, ড্যারেন স্যামি, মেহেদি মিরাজদের রাজশাহী একটি ম্যাচ জিতলেও অপর ম্যাচে হেরে দুই পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে, মুশফিকের বরিশাল টেবিলের সাত নম্বরে অবস্থান করছে। দুই ম্যাচের একটি জয় আর অপরটিতে পরাজয় নিয়ে দুই পয়েন্ট পাওয়া বরিশাল রানরেটে পিছিয়ে।

সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। পয়েন্ট টেবিলের তলানিতে মাশরাফির কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে। এদিকে, খুলনা টেবিলের তিন নম্বরে অবস্থান নিয়েছে। তিন ম্যাচ খেলা খুলনা দুটিতে জয় আর একটিতে হার নিয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।

তিন ম্যাচের দুটিতে জিতে, একটি হেরে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সমান পরিসংখ্যানে রানরেটে পিছিয়ে থেকে ঢাকার পরেই সৌম্য সরকার, শহীদ আফ্রিদিদের রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।