ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিয়ান সাব্বিরকে নিয়ে চিন্তিত ছিল বরিশাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সেঞ্চুরিয়ান সাব্বিরকে নিয়ে চিন্তিত ছিল বরিশাল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশাল বুলস যখন রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়লো, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন যে হেসে খেলেই বরিশাল তাদের দ্বিতীয় জয়টি পেতে যাচ্ছে। কিন্তু বাস্তবে হলো তার উল্টো।

মিরপুর থেকে: মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশাল বুলস যখন রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়লো, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন যে হেসে খেলেই বরিশাল তাদের দ্বিতীয় জয়টি পেতে যাচ্ছে। কিন্তু বাস্তবে হলো তার উল্টো।

রাজশাহী টপ অর্ডার সাব্বির রহমানের ব্যাটে যেভাবে ঝড় শুরু হয়, তাতে সেই ধারণা পাল্টে সবাই হয়তো রাজশাহীর জয়ের শেষ হাসি দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। অবশ্য ব্যাট হাতে সাব্বির শেষ পর্যন্ত থাকতে পারলো হয়তো সেটা হয়েও যেত। কিন্তু ম্যাচের ১৬তম ওভারে আল আমিনের শেষ বলটিতে বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলে ফিরে গেলে রাজশাহী সমর্থকদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। শেষ পর্যন্ত জয় ধরা দেয় ওই বরিশাল শিবিরেই।

সাব্বির যখন ব্যাট হাতে বরিশাল বোলারদের উপরে স্টিম রোলার চালাচ্ছিলেন তখন শাহরিয়ার নাফিসের কাছে নাকি মনে হচ্ছিল, এই ম্যাচে বরিশাল যদি ২০০ বা ২২০ রানও করতো আর সাব্বির যদি শেষ পর্যন্ত উইকেটে থাকতো হলে তা টপকে যাওয়া সম্ভব ছিল। একই সঙ্গে নাফিস এও বিশ্বাস করছিলেন যদি সাব্বিরকে উইকেট ছাড়া করা যায় তাহলে চিত্র পাল্টে যাবে। তাদের সকল চেষ্টাও ছিল ওই সাব্বিরকেই উইকেট ছাড়া করার।  

রোববার (১৩ নভেম্বর) ম্যচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাব্বির ঝড়ের পরেও ম্যাচ জিতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন বরিশাল বুলসের টপ অর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।  

এসময় নাফিস আরও বলেন, ‘সাব্বির যেভাবে খেলে ওরকম খেললে কোনো স্কোরই বড় স্কোর না। একটা জিনিসই আমরা মাঠে বলছিলাম এবং বিশ্বাস করছিলাম যে টি-টোয়েন্টিতে ১০০ বা ১৫০ রানে জেতার দরকার নেই, ১ রানে জিতলেই হয়। কেননা এখানে জয়টিই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার ভেতরে সেই বিশ্বাসটি ছিল। আমরা বিশ্বাস করেছিলাম এখান থেকে যদি আমরা ১টি উইকেট পেতে পারি, তাহলেই হবে। ’ 

শেষ পর্যন্ত হয়েছেও তাই। সাব্বিরের আউটের পরেই রানের গতি থেমে যায় আর জয়ের খুব কাছে গিয়েও জয়বঞ্চিত হয় রাজশাহী কিংস।

এদিকে, বরিশার বুলসের এই জয়ের দিনে ৪৪ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিপিএলে দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন শাহরিয়ার নাফিস। তার প্রথম অর্ধশতকটিও ছিল এই বিপিএলেই। গেল ৮ নভেম্বর ঢাকার বিপক্ষে ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে বিপিএলে নিজের প্রথম অর্ধশতক রানের দেখা পেয়েছিলেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার বাঁহাতি ব্যাটসম্যান। তার মানে ব্যাটে তিনি বেশ ধারাবাহিকভাবেই রান পাচ্ছেন।  

সেজন্যই এদিনের সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হলো এমন ধারাবাহিক ব্যাটিংয়ের কারণ কী? আর  কারণ হিসেবে নাফিস বললেন, ‘সব সময়ই নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করি। এখন এমন একটি অবস্থার মধ্যে যাচ্ছি যে নিজেকে ধরে রাখতে পারলে অনেক ওপরের দিকে যাব। আর যদি সেটা না পারি তাহলে পিছিয়ে যেতে হবে। আমি চেষ্টা করি সব সময় কষ্ট করতে। এর আগে দেড়-দুই মাস জাতীয় দলের ক্যাম্পে ছিলাম, পাশাপাশি খেলার মধ্যেও ছিলাম। আর বিপিএল শুরুর আগে বিকেএসপিতে আমাদের ভালো একটি ক্যাম্প হয়েছে। ওখানে চেষ্টা করেছি আমার খেলার জায়গাগুলো ফাইনটিউন করার জন্য। স্কিল আরও বাড়াতে। কারণ টি-টোয়েন্টিতে স্কিল গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি। আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।