ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে স্মিথ-অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে স্মিথ-অশ্বিন ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের রাজকোট টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হারারে টেস্টের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ।

ঢাকা: ভারতের বিপক্ষে ইংল্যান্ডের রাজকোট টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হারারে টেস্টের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ।

এদিকে, বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডার তালিকাতেও শীর্ষে অশ্বিন।

ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে রয়েছেন একধাপ উঠে আসা ইংল্যান্ডের জো রুট। একধাপ নেমে গিয়ে রুটকে জায়গা করে দিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে পাকিস্তানের ইউনিস খান। চারধাপ পিছিয়ে নয় নম্বরে নেমে গেছেন ভারতের আজিঙ্কা রাহানে। তার জায়গা পূরণ করেছেন যথাক্রমে হাশিম আমলা (৫), এডিবি ভিলিয়ার্স (৬), ডেভিড ওয়ার্নার (৭) এবং অ্যাডাম ভোজেস। শীর্ষ দশে রয়েছেন এক ধাপ এগিয়ে আসা ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক।

এদিকে, বোলারদের তালিকায় শীর্ষেই রয়েছেন অশ্বিন। দুইয়ে আছেন দুইধাপ এগিয়ে আসা শ্রীলঙ্কার দলপতি রঙ্গনা হেরাথ। তাকে জায়গা ছেড়ে দিয়েছেন ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে পড়া ডেল স্টেইন এবং চার নম্বরে চলে যাওয়া জেমস অ্যান্ডারসন।

পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন পাকিস্তানের ঘূর্ণি জাদু ইয়াসির শাহ, ছয়ে স্টুয়ার্ট ব্রড, সাতে রবীন্দ্র জাদেজা, আটে মিচেল স্টার্ক, নয়ে জস হ্যাজেলউড এবং দশ নম্বরে নেইল ওয়াগনার।

অলরাউন্ডার তালিকায় অশ্বিনের পরে দুইয়ে সাকিব। শীর্ষ দুই অপরিবর্তিত থাকলেও প্রথমবারের মতো তিন নম্বরে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। চারে রয়েছেন মঈন আলি আর পাঁচে জাদেজা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।