ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের অন্তর্বর্তীকালীন নির্বাচক হনস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
অজিদের অন্তর্বর্তীকালীন নির্বাচক হনস বাঁ থেকে ট্রেভর হনস, স্মিথ ও লেহম্যান-ছবি:সংগৃহীত

হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হারের পর বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক রডনি মার্শ। আর এবার তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন নির্বাচক করা হয়েছে ট্রেভর হনসকে।

ঢাকা: হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হারের পর বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক রডনি মার্শ।

আর এবার তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন নির্বাচক করা হয়েছে ট্রেভর হনসকে।

নির্বাচক প্যানেলে এছাড়া আরও যোগ করা হয়েছে অজিদের সাবেক অধিনায়ক ও ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজারের দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেলকে। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এমনটিই জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজিরা হোবার্ট টেস্ট সহ টানা পাঁচটি ম্যাচ হারলো। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ২-০তে হেরে ইতোমধ্যে সিরিজ শেষ। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ খেলবে দু’দল। ম্যাচটি দিবা-রাত্রির অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।