দ্বিতীয় টেস্টের আগে ইনজুরি দলের বাইরে ছিটকে দিয়েছিল নিয়মিত একাদশের তিন ক্রিকেটার মুমিনুল হক, ইমরুল কায়েস আর মুশফিকুর রহিমকে। তবে, তারকা ক্রিকেটারদের ছাড়া এমন হারের পর কোনো অজুহাত দেখাতে চাইলেন না ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে সাদা পোশাকে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়া তামিম ইকবাল।
সাদা পোশাকের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তিন দিনের এমন হারকে মানতে পারছেন না তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, ‘ম্যাচ হারের পুরো দায়টা আমারই। আমি এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছি। আরও ভালোভাবে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। শুধু অধিনায়কত্ব না, ব্যাট হাতেও আমাকে ভালো নেতৃত্ব দেওয়া উচিৎ ছিল। আজকের দিনটি মোটেই খারাপ ছিল না। কন্ডিশনের দোষ দিচ্ছি না। পুরো সিরিজের ব্যর্থতার পুনরাবৃত্তি ছিল এটা। শেষটা আমরা ভালো করতে পারিনি। ভালো পরিস্থিতিতে আসার পর বার বার আমরা হেরে যাচ্ছি। আর এই ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ’
তামিম আরও জানান, ‘পুরো টেস্ট সিরিজেই ব্যাটিং উপভোগ করেছি। কখনো কোনো ডেলিভারিতে চমকে যাইনি। তবে, নিজের দোষেই বার বার আউট হয়েছি। বড় ইনিংস খেলতে পারিনি। আমার প্রতি দলের যে প্রত্যাশা ছিল সেটা মেটাতে পারিনি। এমন হারের পর স্বাভাবিকভাবেই আমি হতাশ, তারচেয়েও বেশি হতাশ ওদের বোলারদের অনায়াসে খেলতে পেরেও আমি বড় স্কোর করতে পারিনি। এটা আমার কাছে এক ধরনের ক্রাইম মনে হচ্ছে, আমি সেই অপরাধে অপরাধী। ’
৬৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ভালো সুযোগ পেয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় সফরকারীরা মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায়। সতীর্থদের কোনো দোষারোপ না করে তামিম যোগ করেন, ‘দীর্ঘ সময় ব্যাট করা উচিৎ ছিল। অন্যদের নিয়ে আমাকে বড় জুটি গড়ে তুলতে হতো। সেটা পারিনি, এর পুরো দায় আমারই। মনে হয় খুব বেশি পরিশ্রম করতে চাইনি, কঠিন কাজটা বেছে নিতে চাইনি। আমি নেতা হিসেবে অন্যদের পথ দেখাতে পারিনি। যদি দায়িত্ব নিয়ে খেলতাম, তাহলে হয়তো অন্য রকম কিছু হতে পারত। যদি, আমাদের বাজে আউট গুলো সামাল দিতে পারতাম, যদি সিনিয়র ক্রিকেটাররা আরও ভালো করতে পারতেন তাহলে দিন শেষে অন্য কোনো ছবি ফুটে উঠতো। ’
নিউজিল্যান্ড সফরটি প্রাপ্তি ছাড়াই শেষ করেছে বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টির পর দুই ম্যাচ টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয় সফরকারীরা। ক্রাইস্টচার্চে শেষ টেস্টে নয় উইকেটে হারের মধ্যদিয়ে এই পর্বের ইতি টানেন সাকিব-তামিমরা। সফরে আটটি ম্যাচ খেলেও কোনোটিতে জয়ের দেখা পায়নি টিম বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৭
এমআরপি