ভারতে চলমান দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ওপেনার আব্দুল মালেক কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ বলে ৩৩ চারের সাহায্যে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
তবে, টি-টোয়েন্টির ফরমেটে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল।
আর্ন্তজাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রানের মালিক। ১৫৬ রান করেছিলেন ফিঞ্চ।
২০১৫ সালে রাজস্থানের বিপক্ষে দিল্লির ব্যাটসম্যান মোহিতের রঞ্জিতে অভিষেক ঘটে। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সে মৌসুমে তিনটি ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৫ রান।
দিল্লির স্থানীয় ক্রিকেট লিগে (ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ) মোহিত খেলেছেন মাভি একাদশের হয়ে। ফ্রেন্ডস একাদশের বিপক্ষে মোহিতের ৩০০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে তার দল তোলে ৪১৬ রান।
২১ বছর বয়সী ওপেনার মোহিতের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার আর ৩৯টি ছক্কায়। মাত্র ৭২ বলে অপরাজিত ৩০০ রান করেন তিনি। শেষ ওভারের শেষ ৫ বলেই ছক্কা হাঁকান তিনি। শেষ ওভারের প্রথম বলটিতেও বাউন্ডারির দেখা পান মোহিত।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি