ভারত সফর শেষে সেখান থেকেই আরব আমিরাতে উড়াল দেওয়ার কথা এই তিন টাইগারের।
পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের।
অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদউল্লাহকে বেছে নেয় দলটি। পারিবারিক কারণে হজ এবার খেলছেন না বলে জানিয়েছে কোয়েটা।
টুর্নামেন্টটির গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এ আসরে করাচি তাকে দলে রাখেনি। কিন্তু পেশোয়ার জালমির জার্সিতে তামিমের সতীর্থ হয়ে খেলবেন তিনি।
৫ মার্চ পর্যন্ত হবে পাকিস্তান সুপার লিগ। তবে, জাতীয় দলের ব্যস্ততা থাকায় মাঝের কয়েকটি ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে কয়েকটি ম্যাচ খেলে আবারো বাংলাদেশে ফিরবেন সাকিব-তামিম-রিয়াদরা।
এদিকে, ১০ দিনের ছুটি পাবেন জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ অনুশীলন শুরু করবে আগামী ২৪ ফেব্রুয়ারি। ২৭ কিংবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা মাশরাফি-মুশফিকদের।
তাই পেশোয়ার জালমি সাকিবের বদলি হিসেবে ঠিক করেছে শ্রীলঙ্কার তিলাকরত্নে দিলশানকে। আর তামিমের জায়গায় থাকছেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি