ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনের কাছে মিরাজ, মুশফিকের কাছে অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
অশ্বিনের কাছে মিরাজ, মুশফিকের কাছে অশ্বিন ছবি: সংগৃহীত

বল হাতে সাড়া জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল মেহেদি হাসান মিরাজের। অভিষেকেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। ভারতের বিরুদ্ধে টেস্টের আগে তিনি জানিয়েছিলেন, ‘সুযোগ পেলেই ভারতের সেরা অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিনের কাছ থেকে কিছু টিপস নেব।’

অশ্বিনের কাছ থেকে বোলিংয়ের বেশ কিছু টিপস নিয়েছেন মিরাজ। রাজীব গান্ধী স্টেডিয়ামে মিরাজকে নিয়ে বসেছিলেন অশ্বিন।

সবার নজর থাকা তরুণ তারকা মিরাজকে নিয়ে অশ্বিনের কাটানো সময়ের একাধিক ছবি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল টুইটার পেজ।

.বাংলাদেশ সফরে মিরাজের ঘূর্ণিতে বোকাবনে যাওয়া ইংল্যান্ড সবশেষ ভারতে খেলতে গিয়েছিল। সে সময় অশ্বিন চোখ রেখেছিলেন টিভি পর্দায়। মিরাজের বোলিং দেখে তখন অশ্বিনও মুগ্ধ হয়ে টুইট করেছিলেন, ‘মেহেদি হাসান নামের অফ স্পিনারটা দারুণ। ’

সময়ের সেরা বোলার অশ্বিনের কাছে টিপস নেবেন আগেই জানিয়ে রেখেছিলেন মিরাজ। দেশ ছাড়ার আগে তিনি জানান, ‘অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেওয়ার। আর ও ম্যাচে খেললে কীভাবে বোলিং করছে, তা তো কাছে থেকেই দেখতে পারব। সে অভিজ্ঞতাও আমার জন্য অনেক কাজে লাগবে। ’

..এদিকে, মুশফিককে আউট করার মধ্যদিয়ে অশ্বিন সাদা পোশাকে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেট শিকার করেন। ম্যাচ শেষে মুশফিকের কাছে ম্যাচের বলটি নিয়ে এগিয়ে যান অশ্বিন। টাইগার দলপতির কাছে বলটি বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ নিয়েছেন ভারতীয় সেরা স্পিনার।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।