আসন্ন সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৬ সালের জানুয়ারির পর থেকে ওয়ানডে দলে ছিলেন না শেহজাদ।
২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর ৭ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
দুই ফরমেটের স্কোয়াড থেকে আজহার আলির ছিটকে পড়াটা এক রকম চমক জাগিয়েছে। পিসিবি থেকে জানানো হয় স্লো ওভার রেটের কারণে আজহারকে নিষিদ্ধ ও জরিমানা করা হয়েছে। তাই টি-টোয়েন্টির নিয়মিত দলপতি সরফরাজ আহমেদের কাঁধে উঠেছে ওয়ানডের অধিনায়কত্ব।
টি-টোয়েন্টি স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফখর জামান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, রুম্মন রইস ও উসমান শেনওয়ারি।
ওয়ানডে স্কোয়াড:
আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফখর জামান, আসিফ জাকির, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, জুনায়েদ খান ও মুহাম্মদ আসগর।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি