বৃহস্পতিবার (১৬ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিয়ে নেমেও হারাতে হয়েছে ৬টি উইকেট। লাল দলের হয়ে ব্যাট হাতে ওপেনার সাইফ হাসান খেলেছেন ৬২ আর নাসির হোসেন অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৫১ রানে।
সবুজ দলের হয়ে বল হাতে খালেদ আহমেদ ও ইবাদত হোসেন ২টি করে এবং সাইফউদ্দিন ও কাজী অনিক নিয়েছেন ১টি করে উইকেট। তবে সবুজদের বল হাতে কোনো উইকেটের দেখা পাননি অধিনায়ক মাশরাফি। ৮ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে থেকেছেন উইকেট শূন্য।
এর আগে বিসিবি লাল দলের বিপক্ষে টস জিতে ব্যাটিয়ে নামে বিসিবি সবুজ দল। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেননি সবুজ দলের টপ অর্ডাররা। দলীয় ১১ রানেই প্যাভিলনে ফেরেন তিন টপ অর্ডার মেহেদি মারুফ (১), এনামুল বিজয় (১) ও তুষার ইমরান (০)।
টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় দল যখন একেবারেই ব্যাকফুটে তখন দলের হাল ধরেন মিডল অর্ডারের জাকির হোসেন। তিনি খেলেছেন ৫৭ রানের এক দায়িত্বশীল ইনিংস। এরপর নাঈম ইসলাম জুনিয়রের ৩৩, ওপেনার আজমীর আহমেদের ২৯, সালমান হোসেনের ২৫ এবং মাশরাফি ও রাহাতুল ফেরদৌসের ১৯ রানে সবক’টি উইকেট হারিয়ে ২১১ রানে থামে মাশরাফিদের ইনিংস।
লাল দলের হয়ে বল হাতে আবুল হাসান রাজু, আবু হায়দার রনি ও মেহেদি হাসান নিয়েছেন ২টি করে উইকেট। আর নাসির হোসেন, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম ও নাসুম আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি