ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-রিয়াদ আবাহনীতে, রূপগঞ্জে মাশরাফি-মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
তামিম-রিয়াদ আবাহনীতে, রূপগঞ্জে মাশরাফি-মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট নিয়ে সবার চোখ যখন জাদুর বাক্সে, তখন ক্রিকেট তারকাদের মিলনমেলার মধ্য দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের প্রথম দিনের দল বদল।

সেই দল বদলের খেলায় তামিম ইকবাল আর মাহামুদউল্লাহ রিয়াদকে নিয়ে দল গড়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব।

অন্যদিকে দল বদলে অনেকটাই এগিয়ে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জও।

জাতীয় দলের তিন ফরম্যাটের দুই কাপ্তানকে নিয়ে দল গড়েছে তারা। মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়ে প্রতিযোগিতার দৌড়ে ভালোভাবে এগিয়ে গেছে তারা।

দিনের গায়ে বিকেল নামেনি তখনও। চারটায় দলবদল শুরু হওয়ার কথা থাকলেও তিনটা থেকে শূন্য বিসিবি প্রাঙ্গন উষ্ণ হয়ে ওঠে ক্রিকেট তারকাদের পদধ্বনিতে।

সবাই ব্যস্ত দল গঠন নিয়ে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) অফিসে দলবদলের কার্যক্রম সম্পন্ন শুরু হয়।

সময় গড়ানোর সাথে সাথে তারকারা আসা শুরু করে। ক্লাব কর্মকর্তাসহ বিসিবির কর্মকর্তা ব্যতিব্যস্ত হয়ে ওঠে খেলোয়াড়দের চুক্তি নিয়ে।

দু’দিন ব্যাপী চলবে এই দলবদল। ৭ এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ আসর।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।