সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড-২৬৮ ও ১৭১
দ. আফ্রিকা-৩৫৯ ও ৮৩/২ (২৪.৩ ওভার)
দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রানে শেষ করেছিল দ. আফ্রিকা। তবে তৃতীয় দিনের শুরুতে মাত্র ১ রান যোগ করতে বাকি উইকেট হারায়।
কিন্তু নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে মোটেই সুবিধে করতে পারেনি। ১৭১ রানেই গুটিয়ে যায়। আর এমন ধ্বংসের পেছনে মুখ্যভাবে কাজ করেন প্রোটিয়া স্পিনার কেশব মাহারাজ। একে একে তুলে নেন স্বাগতিকদের ৬টি উইকেট। মরনে মরকেল পান তিন উইকেট। কিউই ব্যাটিংয়ে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার জিত রাভাল।
স্বল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকে হারায় দ. আফ্রিকা। তবে অভিজ্ঞ হাশিম আমলা (৩৮) ও জেপি ডুমিনি (১৫) জয় তুলে নিয়েই মাঠ ছাড়েন। টিম সাউদি ও ডিন এলগার একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৭
এমএমএস