২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃ্ত্বে টাইগাররা হারিয়েছিল ইংল্যান্ড, আফগানিস্তান আর স্কটল্যান্ডকে।
এরপরই বদলে যায় বাংলাদেশ। দেশের মাটিতে একের পর এক হারায় পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ডের মতো দলকে। ক্রিকেট বিশ্বকে গত দুই-আড়াই বছর চমকে দেওয়া বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব জানিয়েছেন, টাইগারদের ২০১৯ বিশ্বকাপ শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফর্ম করা টাইগারদের প্রশংসা করে লঙ্কানদের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছিলেন, এই বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপ জিতবে। সাকিবকে এটি মনে করিয়ে দিতেই তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি যেভাবে এগুচ্ছে তাতে আমরা সঠিক পথেই আছি। আমি মনে করি ২০১৯ বিশ্বকাপ শিরোপা জেতা আমাদের অসম্ভব কিছু না। আমরা আগের থেকে অনেক উন্নতি করেছি। যেভাবে এগুচ্ছি তাতে সামনের বিশ্বকাপ আসরে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা দল হবে। ’
সেখানে সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ক্রিকেটের কোন ঘটনা ভুলে যেতে চান। উত্তরে সাকিব জানান, ‘আহ! আসলে দুটি ম্যাচ আমি ভুলে যেতে চাই। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল, যেখানে ঘরের মাঠে আমরা পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরেছিলাম। আর একটি হলো সবশেষ ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি (১ রানে হেরেছিল বাংলাদেশ)। ’
কোনো টেস্ট সিরিজ জয় নাকি বিশ্বকাপ শিরোপা, কোনটিকে এগিয়ে রাখবেন সাকিব? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, অবশ্যই বিশ্বকাপ শিরোপা। তাকে পুরনরায় প্রশ্ন করা হয়েছিল, ‘যদি শীর্ষ টেস্ট দলটির বিপক্ষে টেস্ট সিরিজ জেতেন, তাহলে?’ সাকিব তখনও জানান, ‘না, আমি বিশ্বকাপই জিততে চাই। ’
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি