আইসিসি টি-টোয়েন্টির র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ করেছে। ২০১৪ সালের মে মাসের পর থেকে দলগুলোর পারফরমেন্সের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে এই র্যাংকিং।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। অবস্থানের কোনো পরিবর্তন না হলেও টাইগাররা পূর্বের ৭৮ পয়েন্টের সঙ্গে যোগ করেছে আরও ৪ পয়েন্ট। লাল-সবুজদের বর্তমান পয়েন্ট ৭৮।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সে আসরে সরাসরি খেলবে অজিরা। আর অস্ট্রেলিয়ার সঙ্গী হয়ে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ ৯টি দল। এখানেও সময় বেধে দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কাট অফ সময়ের আগে প্রথম দলগুলোই সেই সুযোগটা পাবে।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে দুই পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের অর্জন সর্বোচ্চ ১২৫ পয়েন্ট। ৭ পয়েন্ট যোগ করে তিনধাপ এগিয়ে দুইয়ে ১২১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড। ৫ পয়েন্ট যোগ করে একধাপ এগিয়ে পাকিস্তানের অবস্থান তিন নম্বরে, পয়েন্ট ১২১। পিছিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা। দুইধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলের সংগ্রহ ১১৮ পয়েন্ট, খুঁইয়েছে ৬ পয়েন্ট। আর দুইধাপ পিছিয়ে পাঁচ নম্বরে থাকা প্রোটিয়ারা ৬ পয়েন্ট হারিয়ে সংগ্রহ করেছে ১১১ পয়েন্ট।
একধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া। ছয় নম্বরে অবস্থান করা অজিদের পয়েন্ট ১১০। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল আর ডেভিড ওয়ার্নারদের জায়গা ছেড়ে দিয়েছে ৩ পয়েন্ট আর একধাপ হারানো ১০৯ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ (সপ্তম)। কোনো নড়চড় না হলেও আট নম্বরে থাকা শ্রীলঙ্কা (৯৫) ৪ পয়েন্ট খুঁইয়েছে। ৬ পয়েন্ট যোগ করে ৯০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আফগানিস্তান।
বাংলাদেশ ৭৮ পয়েন্ট নিয়ে দশ নম্বরে। টাইগারদের পেছনে রয়েছে যথাক্রমে স্কটল্যান্ড (৬৭), জিম্বাবুয়ে (৬৫), আরব আমিরাত, নেদারল্যান্ডস আর হংকং।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি