ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরের পর ম্যাচ রেফারি মিসবাহ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
অবসরের পর ম্যাচ রেফারি মিসবাহ! অবসরের পর ম্যাচ রেফারি মিসবাহ!-ছবি:সংগৃহীত

পাকিস্তানের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন মিসবাহ উল হক। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি। তবে অবসরের পর হয়তো ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে পারেন ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

মিসবাহকে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে প্রস্তাব করা হয়েছে, দেশটির প্রতিনিধি হিসেবে আইসিসির ম্যাচ রেফারি হতে। জিও নিউজের সাক্ষাতকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ান খান জানান, আমরা ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি।

এখন অবসরের পর এটি তারই সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আইসিসিতে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত কেউ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেননি। তবে শাহরিয়ার মনে করেন মিসবাহ এই পদের জন্য উপযুক্ত।

মিসবাহকে পাকিস্তানের সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বে দলটি সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। এর আগে ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে সালমান বাটকে সরিয়ে মিসবাহকে অধিনায়ক করা হয়।

২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেকের পর মোট ৭৪টি ম্যাচ খেলেছেন মিসবাহ। যেখানে ৪৫ এর বেশি গড়ে তার ৫ হাজার ১৬১ রান রয়েছে। এর আগে ২০১৫ সালে বিশ্বকাপের পর ওয়ানডেতে অবসর নেওয়া এ তারকা খেলেছেন ১৬২টি ম্যাচ।

আরও পড়ুন...
অবসরের পর কোচ হচ্ছেন ইউনিস

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।