ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় জয়ে সুপার লিগে প্রাইম ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
বড় জয়ে সুপার লিগে প্রাইম ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নাদিফ চৌধুরীদের দেয়া ২১৫ রানের সহজ লক্ষ্য মেহেদি মারুফরা টপকে গেছে মাত্র তিন উইকেটের খরচায়।

আর এই জয়ে লিগের শেষ ছয়ে জায়গা করে নিল প্রাইম ব্যাংক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ।

আর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হকের ৭৯ ও জহুরুল ইসলামের ৬৬ রানে সবক’টি উইকেটের বিনিময়ে ২১৪ রান সংগ্রহ করে কোচ সালাহউদ্দিনের শিষ্যরা।

প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে নাজমুল ইসলাম ৩টি, আল আমিন হোসেন ও তাইবুর রহমান ২টি করে এবং আসিফ আহমেদ নিয়েছেন ১টি উইকেট।

জবাবে ২১৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জাকির হাসানের ৬৬ ও আভিমানইউ ইশওয়ারনের ৫৩ রানে ৩ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে প্রাইম ব্যাংক।

এদিকে বিকেএসপির চার নাম্বার মাঠে দিনের অপর গুরুত্বহীন ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সংঘকে ৫ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২১ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।