ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার যুবাদের কোচ ডেমিয়েন রাইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
টাইগার যুবাদের কোচ ডেমিয়েন রাইট ডেমিয়েন রাইট/ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার ডেমিয়েন রাইট। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ পর্যন্ত টাইগার যুবাদের দায়িত্বে থাকবেন সাবেক এ কিউই বোলিং কোচ। গতকাল (২২) রাতে ঢাকায় আসেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিসিবি’তে এসে একাডেমি ভবন ঘুরে দেখেন রাইট। সেখানে বাংলাদেশ অ-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেন।

বুধবার রাতেই আবারে নিজ দেশে ফিরে যাবেন। ছুটি কাটিয়ে জুনের শেষদিকে ফিরবেন। আগামী মাসের শেষদিকেই ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগার যুবাদের। এটি সামনে রেখে কাজ শুরু করবেন রাইট।  

রাইটের বেশ ভালো কোচিং অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ড টিম, তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্স ও মেলবোর্ন স্টারসকে কোচিং করিয়েছেন তিনি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১১ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন ৪১ বছর বয়সী রাইট। ১৯৯৭-৯৮ মৌসুমে তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। অস্ট্রেলিয়া ‘এ’ টিমের পাশাপাশি বেশ কয়েকটি ইংলিশ কাউন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে অন্যতম সমারসেট ও সাসেক্স। অবশ্য জাতীয় দলে খেলার সুযোগ পাননি।

রাইটকে সহায়তা করবেন আব্দুল করিম জুয়েল, যিনি বর্তমানে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অ-১৯ দলের ট্রেনিং ক্যাম্প পরিচালনা করছেন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে আগামী বছরের ১২ জানুয়ারি অ-১৯ ওয়ার্ল্ডকাপের ১২তম আসরের পর্দা উঠবে। আগেরবারের (২০১৬) আয়োজক ছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।