ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের ৩ হাজারের মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রিয়াদের ৩ হাজারের মাইলফলক রিয়াদের ৩ হাজারের মাইলফলক-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের ডাবলিনে পাঁচ উইকেটের বড় জয়ে ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শ করলেন টাইগারদের অন্যতম ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেটে ৩ হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।

পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রান করার গৌরব অর্জন করেছেন রিয়াদ। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় পেতে অসামান্য ভূমিকা রেখেছেন ৩১ বছর বয়সী মাহমুদউল্লাহ।

৩৬ বল মোকাবেলায় ৬ চার ও ১ ছয়ের সাহায্যে করেছেন অপরাজিত ৪৬ রান।

কিউইদের বিপক্ষে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলার পথে পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের আগে ৩ হাজারি ক্লাবে ঢোকার অভিজ্ঞতা পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ দলের নির্ভযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সময় নিয়েছেন ১৪১ ম্যাচ। এদিন ক্যারিয়ারে ২ হাজার ৯৭২ রান নিয়ে শুরু করেছিলেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডে তার গড় ৩৩.৯১।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।