ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরানের নেতৃত্বে শচীন-লারা, সাজিয়েছেন ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ইমরানের নেতৃত্বে শচীন-লারা, সাজিয়েছেন ইউনিস শচীন-লারা / ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খান। দেশের ক্রিকেটে অসামান্য ভূমিকা রাখা পাকিস্তানের সিনিয়র এই তারকা বেছে নিয়েছেন ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট একাদশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকা টেস্ট দিয়ে ক্রিকেটকে বিদায় জানানো অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিসের সাজানো সেরা একাদশে দলপতির দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিসের সাজানো একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।

ওপেনার হিসেবে পাকিস্তানের গ্রেট হানিফ মোহাম্মদের সঙ্গে ব্যাট হাতে রয়েছেন ওয়ানডে ও টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

প্রথম পাকিস্তানি হিসেবে সাদা পোশাকে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনিসের একাদশে মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারিফিল্ড সোবার্স। নিউজিল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার রিচার্ড হ্যাডলির সঙ্গে বোলিংয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং শ্রীলঙ্কান গ্রেট স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

পাকিস্তানের ডানহাতি ব্যাটিং জিনিয়াস ইউনিস ১১৮ টেস্টে ৫২.০৫ গড়ে ১০০৯৯ রান করেছেন। এ ফরমেটে ৩৪টি সেঞ্চুরির মালিক তিনি। অর্ধশতক ৩৩টি। সাদা পোশাকের ব্যাটিং গড় যেকোনো পাকিস্তানি ক্রিকেটারের থেকে বেশি, এশিয়ার ব্যাটসম্যানদের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে রেকর্ড ১১টি দেশে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ইউনিস। বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৬৫ ওডিআই ম্যাচ খেলেছেন ইউনিস। ৩১.২৪ গড়ে রানসংখ্যা ৭২৪৯। ৪৮টি ফিফটির সঙ্গে ৭ বার সেঞ্চুরি উদযাপন করেছেন। টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে দেখা গেছে তাকে, রান ৪৪২।

ইউনিস খানের সর্বকালের সেরা একাদশ: ইমরান খান (অধিনায়ক), হানিফ মোহাম্মদ, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারিফিল্ড সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), রিচার্ড হ্যাডলি, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।