ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মোস্তাফিজ ছবি: সংগৃহীত

আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ের ৯ নম্বরে রয়েছেন টাইগার স্পিনার সাকিব আল হাসান। আর ১৪ ও ১৫ নম্বর স্থানে রয়েছেন যথাক্রমে মাশরাফি ও মোস্তাফিজ। টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার মধুরতম অপেক্ষায় রয়েছেন মোস্তাফিজ।

বোলারদের তালিকায় সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ের এক নম্বরে দক্ষিণ আফ্রিকার পেসার কেগিসো রাবাদা। দুইয়ে তারই স্বদেশী ইমরান তাহির।

তিন থেকে আট নম্বরে যথাক্রমে মিচেল স্টার্ক, সুনীল নারাইন, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, মোহাম্মদ নবী।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলে তালিকার ১০ নম্বর থেকে ৯-এ উঠে এসেছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব। তার নামের পাশে রয়েছে ৬২০ রেটিং। সাকিবের পরে রয়েছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, আকসার প্যাটেল, ম্যাট হেনরি আর অমিত মিশ্র।

এ মুহূর্তে কাটার মাস্টার মোস্তাফিজের নামের পাশে ৬০০ পয়েন্ট, অবস্থান ১৫তম। মোস্তাফিজের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে তালিকায় ১৪তম অবস্থানে মাশরাফি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির পারফর্ম মোস্তাফিজকে এগিয়ে নিতে পারবে। সুযোগ থাকবে মাশরাফিরও এগিয়ে যাওয়ার। তাই বলাই যায়, মধুরতম অপেক্ষায় দুই টাইগার পেসার।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে মোস্তাফিজ তিন ম্যাচে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। আর মাশরাফির নামের পাশে চার ম্যাচ খেলে যোগ হয়েছে ৬ উইকেট।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ৩১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।