ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের নিয়ে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ৩১, ২০১৭
মাশরাফিদের নিয়ে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল ছবি: সংগৃহীত

বিশ্বসেরা আট দলের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে এবারের টুর্নামেন্টে দাপট দেখাবে এশিয়ার আরেক পরাশক্তি বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ডিনার পার্টিতে আমন্ত্রণ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

লন্ডনে আইসিসি আয়োজন করেছিল ওপেনিং ডিনার নাইট। সেখানে বাংলাদেশের দলপতি মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

বৃহস্পতিবার (১ জুন) উদ্বোধনী ম্যাচেই ইংলিশদের মোকাবেলা করবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

.ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা একই গ্রুপে পড়লেও (‘বি’ গ্রুপ) বাংলাদেশ এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে ‘এ’ গ্রুপে। টাইগারদের গ্রুপ সঙ্গী স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। প্রতিটি দলের সাজানো স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ আর তরুণ তারকা ক্রিকেটাররা।

আইসিসির আয়োজনে সেই ডিনারে ছিল প্রশ্নোত্তর পর্ব। চার অধিনায়ককে একটি বিশেষজ্ঞ প্যানেল হিসেবে আখ্যায়িত করেছে আইসিসি। চার দলপতির ছবি এক করে আইসিসি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ৩১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।