ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে শেবাগের দুই লাইনের আবেদন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ভারতের কোচ হতে শেবাগের দুই লাইনের আবেদন! ভারতের কোচ হতে দুই লাইনের আবেদন পাঠিয়েছেন বীরেন্দর শেবাগ (বাঁ থেকে দ্বিতীয়)/ছবি: সংগৃহীত

ভারতের কোচ হওয়ার জন্য মাত্র দুই লাইনের আবেদনপত্র পাঠিয়েছেন সাবেক তারকা ওপেনার বীরেন্দর শেবাগ। এমন কাণ্ডে বিস্মিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে এর সঙ্গে পূর্ণ সিভি পাঠাতে বলেছে।

আবেদনপত্রে শেবাগ লিখেছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর (পরামর্শক) ও কোচ এবং ভারতীয় টিমের সবার সঙ্গে খেলেছেন।

বিসিসিআই’র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলছে, ‘দুই লাইনে শেবাগ ‍তার আবেদনপত্র পাঠিয়েছেন।

এর সঙ্গে কোনো সিভি (জীবন বৃত্তান্ত) যুক্ত করা হয়নি। আমরা তাকে আবেদনপত্রের সঙ্গে দীর্ঘ সিভি পাঠাতে বলেছি। সর্বোপরি তিনি প্রথমবারের মতো সাক্ষাৎকারে উপস্থিত হচ্ছেন। ’

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বর্তমান হেড কোচ অনিল কুম্বলের এক বছরের চুক্তি শেষ হবে। তাকে নতুন করে আবেদন করতে হচ্ছে না। গত মাসে ভারতের কোচ পদে আগ্রহীদের আবেদন করতে আমন্ত্রণ জানায় বিসিআই। এ প্রক্রিয়ায় শুধুমাত্র কুম্বলেকে সরাসরি যুক্ত করা হয়।

কুম্বলে, রিচার্ড পাইবাস, টম মুডি, লালচান্দ রাজপুত, ডোড্ডা গণেশ ও ক্রেইগ ম্যাকডারমটের সঙ্গে লড়তে হবে শেবাগকে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে নিয়ে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার পরিচালনা করবেন এবং আবেদনকারীদের উপস্থাপনা দেখবেন। গত বছরের জুনে কুম্বলেকে কোচ করার প্রক্রিয়াতেও সরাসরি যুক্ত ছিল এই কমিটি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।