ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছবি: সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে কার্ডিফে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ইংলিশরা ৪৯.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তুলেছে ৩১০ রান।

‘এ’ গ্রুপের এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন।

ইংলিশ ওপেনার জ্যাসন রয় ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন।

আরেক ওপেনার অ্যালেক্স হেলস করেন ৫৬ রান। তিন নম্বরে নামা জো রুটের ব্যাট থেকে আসে ৬৪ রান। দলপতি ইয়ন মরগান করেন ১৩ রান।

অলরাউন্ডার বেন স্টোকস ৫৩ বলে করেন ৪৮ রান। মঈন আলি ১২, আদিল রশিদ ১২, লিয়াম প্লাংকেট ১৫ রান করে সাজঘরে ফেরেন। জস বাটলার ৪৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ৬১ রান।

নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে তিনটি, কোরি অ্যান্ডারসন তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার আর ট্রেন্ট বোল্ট। শেষ ওভারে পর পর দুটি উইকেট তুলে নেওয়া টিম সাউদি নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।