ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উকসের ফেরার অপেক্ষা বাড়ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
উকসের ফেরার অপেক্ষা বাড়ছে ক্রিস উকস/ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ইনজুরির কবলে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে‌ই ছিটকে যান ক্রিস উকস। ইংল্যান্ডের জন্য উদ্বেগের খবর, টুর্নামেন্ট শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে উকসের খেলা নিয়ে রয়েছে সংশয়।

সাইড স্ট্রেইন ইনজুরি থেকে উকসের সেরে উঠতে সময়সীমা চার থেকে ছয় সপ্তাহ। মাঠে ফিরতে দীর্ঘ সময়ই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

সেক্ষেত্রে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মিস নিশ্চিত। যেটি শুরু লর্ডসে ৬ জুলাই। আটদিন পর দ্বিতীয় ম্যাচও সম্ভবত দলের বাইরে থাকতে হবে।

এরপর উকস যদি বল করতে পারেনও প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকায় তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, ওই সময়ে ঘরোয়া সূচিতে প্রভাব ফেলবে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট। তাই ওল্ড ট্রাফোর্ডে সম্ভাব্য তৃতীয় টেস্ট (২৭ জুলাই থেকে) সামনে রেখে চার ওভারের লিমিটেড স্পেলে দেখা যেতে পারে তাকে।

গত বছর ছয়টি হোম টেস্টে ৩৪টি উইকেট নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার উকস। ২৬টি এসেছে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ সিরিজে। যদিও অ্যাওয়ে সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন। বাংলাদেশ ও ভারত সফরে পাঁচ টেস্টে মাত্র ছয়টি উইকেট নিয়ে কঠিন সময় পার করেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। গত মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় কুঁচকির ইনজুরিতে ভোগেন। যদিও হালকা অনুশীলনে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।