ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘একদিন সব পরিকল্পনা নাও খাটতে পারে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ৯, ২০১৭
‘একদিন সব পরিকল্পনা নাও খাটতে পারে’ ছবি: সংগৃহীত

উড়তে থাকা ভারতকে একরকম লজ্জাই দিয়েছে শ্রীলঙ্কা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৭ উইকেটে হারিয়ে দেয় লঙ্কানরা। বড় সংগ্রহের পরও এমন ম্যাচ হেরে টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি জানালেন, ‘ভারত অপরাজিত কোনো দল নয়’।

ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল লঙ্কানরা।

‘বি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩২২ রানের টার্গেট ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ানের সেঞ্চুরি, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির দারুণ হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। জবাবে, ৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে শ্রীলঙ্কা।

ভালো অবস্থায় শুরু করলেও ম্যাচ শেষে এমন ফল কেন-এমন প্রশ্নের জবাবে কোহলি জানান, ‘দেখুন, আমরা মোটেও অপরাজেয় দল নই। আমি মনে করি শ্রীলঙ্কা ভালো খেলেছে। এখানে অন্যরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে। আর এটাই তারা মাথায় নিয়ে খেলেছে। ’

স্কোরবোর্ডে ৩২১ রান তোলার পরও প্রতিপক্ষের মাত্র তিনটি উইকেট ফেলতে পেরেছে টিম ইন্ডিয়া। তার দুটি উইকেটই আবার রানআউট থেকে পাওয়া। এমন প্রসঙ্গ টানার পর কোহলি জানান, ‘আমাদের মনে হয়েছিল ৩২১ রান জয়ের জন্য যথেষ্ট। বোলারদের উপর আস্থা ছিল। কিন্তু তারা ভালো ব্যাট করেছে। কোনো একদিন সব পরিকল্পনা নাও খাটতে পারে। এই টুর্নামেন্টে প্রত্যেকটি দলই শক্তিশালী৷’

১৯৭৯ বিশ্বকাপে শেষবার ইংল্যান্ডে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। ৩৮ বছর পরে ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার কাছে আবারো হারলো টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ০৯ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।