ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের র‌্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭
ফের র‌্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে হারানো অবস্থান পুনরুদ্ধার করলো টিম বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হটিয়ে আবারো ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। ৩ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫। আইসিসির অফিসিয়াল ঘোষণা দেওয়াটাই কেবল বাকি।

বাংলাদেশের চেয়ে ১ রেটিং পয়েন্ট পিছিয়ে লঙ্কানরা। অষ্টম স্থানধারী পাকিস্তানের সংগ্রহ ৯০।

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। লঙ্কানদের সামনে আবারো ছয়ে ওঠার সুযোগ রয়েছে।

জয় পেলে বাংলাদেশের সমান ৯৫ রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। আর হেরে গেলে রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৯৩। জয়-পরাজয়ে পাকিস্তানের ১ রেটিং পয়েন্ট পরিবর্তন আসবে।

কার্ডিফে (৯ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরিয়ান সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের রেকর্ড জুটিতে পাঁচ উইকেটের স্মরণীয় জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করে বাংলাদেশ। বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কিইউরা। ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে কিংবা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে সেমিতে উঠে যাবে বাংলাদেশ।

প্রসঙ্গত, অায়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের হারিয়েই প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানের তকমা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে নামে মাশরাফির দল। কিন্তু, ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে (১ জুন) ৩০৫ রান করেও হার মানতে হয়। র‌্যাংকিংয়েও লঙ্কানদের জায়গা ছেড়ে দিয়ে নেমে যেতে হয় সাত নম্বরে। নিউজিল্যান্ডকে হারিয়েই আগের অবস্থানে ফিরলো লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।