ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট অস্ট্রেলিয়‍া!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট অস্ট্রেলিয়‍া! স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের ভাগ্যে কী আছে?

না ভাগ্য, না পরিবেশ, না ফলাফল। কোনো কিছুই অস্ট্রেলিয়ার পক্ষে যাচ্ছে না। এই ‘কপাল’ নিয়ে আবার শনিবার (১০ জুন) বাঁচা মরার লড়াইয়ে তাদের নামতে হচ্ছে ‘ক্রিকেটীয় চিরশত্রু’ ইংল্যান্ডের বিপক্ষে, যারা ক্যাঙ্গারুদের পেলেই সিংহের মতো গর্জে ওঠে। হোক সেটা শত বছরের অ্যাশেজ সিরিজ অথবা কোনো টুর্নামেন্ট।

এতো বৈরীতার মধ্যে সবচেয়ে বড় বিষয়, অস্ট্রেলিয়া দলগতভাবেও অগোছালো, যার নজির ক’মাস আগেই দলের ব্যাটিং লাইনআপ ঢেলে সাজানো।  

তাই, চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দলের সেমিফাইনাল নির্ধারণী এ ম্যাচটির আগে ভবিষ্যদ্বাণী উচ্চারিত হচ্ছে, ‘অস্ট্রেলিয়া আউট’! হয় ম্যাচের ফলাফলে, অথবা ভাগ্য-পরিবেশের বৈরীতায়! আর অস্ট্রেলিয়া আউট মানেই তো সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ।

ভাগ্য বা পরিবেশ পক্ষে না থাকার নমুনা চ্যাম্পিয়ন্স ট্রফির বিগত দুই ম্যাচের পরিণতি। অস্ট্রেলিয়া ৫ জুন মুখোমুখি হয় বাংলাদেশের। এতে প্রথমে ব্যাট করে ম‍াত্র ১৮২ রানে অলআউট হয়ে যাওয়া টাইগারদের হারানোর জন্য তাদের টার্গেট দাঁড়ায় ১৮৩। অজিদের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছিল সহজে লক্ষ্যে পৌঁছে যাওয়ার আভাস দিয়ে। কিন্তু বৃষ্টি তাদের পৌঁছতে দিলো না। ম্যাচ নিয়ে গেল ভাসিয়ে। তার আগের ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। সে ম্যাচও ভেসে যায় বৃষ্টিতে। এমনকি যে প্রস্তুতি ম্যাচে তারা পাকিস্তানের সঙ্গে খেলেছিল সেই ম্যাচটাও ভাসিয়ে নিয়েছে বৃষ্টি।

দুই ম্যাচেই নিজেদের পক্ষে কোনো ফল না পাওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ভাগাভাগি করে ২। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত। বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। বাকি দুই দল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শনিবারের এই ম্যাচে যদি বৃষ্টি বাগড়া দেয়, তবে অস্ট্রেলিয়াকে ফের পয়েন্ট ভাগাভাগি করতে হবে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে তিন, বাংলাদেশের সমানসংখ্যক। আর অন্তত একটি ম্যাচজেতাসহ নানা দিক থেকে এগিয়ে বাংলাদেশ রানরেটেও অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে নেই। সুতরাং ম্যাচ ভেসে গেলেই অস্ট্রেলিয়া আউট।

আর যদি ভাগ্য বা পরিবেশের ‘শনি’ থেকে বেঁচেও যায় ক্যাঙ্গারুরা, তবে কি এই সিংহরূপী ইংল্যান্ডের সঙ্গে পারবে অস্ট্রেলিয়া? নিজেদের ইতিহাসের অন্যতম সেরা টিম বলে বিবেচিত ইংল্যান্ডের সঙ্গে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আকাশ-পাতাল পার্থক্য দেখাচ্ছে গ্রুপের পয়েন্ট টেবিলও। যেখানে প্রথম দুই ম্যাচ খেলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড, সেখানে রীতিমত ধুঁকছে অস্ট্রেলিয়া!

দু’দেশের সাম্প্রতিক দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স কী বলছে? ক্রিকইনফোর পরিসংখ্যান মতে, ইংল্যান্ড সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ৪টিই জিতেছে। আর অস্ট্রেলিয়া হেরে গেছে দু’টিতেই (ফলাফলপ্রাপ্ত ৫ ম্যাচ)। দুই দলের শেষ তিন মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ইংল্যান্ড। তারা জিতেছে দু’টিতে, অস্ট্রেলিয়া একটিতে। গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেও হেরে গেছে।

আর ব্যক্তিগত পারফরম্যান্স? ইংল্যান্ডের পারফরমাররা যেখানে রীতিমত উড়ছেন, অস্ট্রেলিয়ার পারফরমাররা রীতিমত হামাগুড়ি দিচ্ছেন। বিশেষ মারকুটে ব্যাটিংয়ের এই যুগে ক্যাঙ্গারু ব্যাটসম্যানদের দশা উটপাখির মতো।

পরিসংখ্যান ইংরেজ ব্যাটসম্যানদের সামনে দাঁড়াতেই দিচ্ছে না অজিদের। যেমন ইংরেজদের টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, এউইডন মরগানের চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচের সংগ্রহ যথাক্রমে ১ ও ১৩, ৯৫ ও ৫৬, ৬৪ ও ১৩৩, ১৩ ও ৭৫। এছাড়া সবশেষ ম্যাচে ব্যাটের সুযোগ পাওয়া জস বাটলার ও বেন স্টোকসের সংগ্রহ যথাক্রমে ৬১ ও ৪৮।

অন্য দিকে, অজিদের মধ্যে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মইজেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাবিস হেডের বিগত দুই ম্যাচের সংগ্রহ যথাক্রমে ৪০ ও ১৮, ১৯ ও ৮, ২২ ও ৮, ১৮ ও ১০, ০ ও ০, ৮৫ ও ২।

বোলিংয়ে অস্ট্রেলিয়া ২ ম্যাচে ২০ উইকেট তুলে নিলেও তাদের একাদশে অদল-বদল আনতে হয়েছে। আর ইংল্যান্ডের বোলাররা ১৬ উইকেট নিলেও রান চেপে রেখে দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। দুই দলের বোলিংয়ে তুরুপের তাস লিয়াম প্লাঙ্কেট ও মিচেল স্টার্ক। ইংরেজদের প্লাঙ্কেট দুই ম্যাচে ৮ উইকেট তুলে নিলেও অজিদের স্টার্ক নিয়েছেন মাত্র ৪ উইকেট।

অজিদের বিপক্ষে এতো ‘ফলাফল-পরিসংখ্যান’ শেষে আরও একটি ‘দুর্ভাগ্যজনক’ তথ্য, যে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাঙ্গারুরা নামছে, সেই এজবাস্টনে গত শেষ ৬ ম্যাচের ৫টিই বৃষ্টিতে ভেসে গেছে! সামর্থ্য, ভাগ্য, পরিবেশ আর বৃষ্টির এই ‘পৃষ্ঠপ্রদর্শন’ দেখেই বুঝি ম্যাচের আগের দিনের ব্রিফিংয়ে অজি ওপেনার ওয়ার্নার বললেন, ‘সবকিছুই আমাদের বিরুদ্ধে’।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।