ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া টি-২০ দলের নেতৃত্বে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
প্রোটিয়া টি-২০ দলের নেতৃত্বে ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা টি-২০ দলকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স (ডানে)/ছবি: সংগৃহীত

গ্রুপপর্ব থেকে বিদায়ের হতাশায় দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ। টুর্নামেন্টের পরেই ইংল্যান্ডের মাটিতে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক করে টি-টোয়েন্টির দল ঘোষণা করা হয়েছে।

প্রথম সন্তানের বাবা হওয়ার কারণে দেশে ফিরে যাওয়ায় সিরিজটি মিস করবেন টেস্ট ও টি-২০ অধিনায়ক ডু প্লেসিস। সব ঠিক থাকলে টেস্ট শুরুর আগে ফিরবেন।

সাউদাম্পটনে আগামী ২১ জুন তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ জুন। লর্ডসে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ৬ জুলাই থেকে।

ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ১০টি ওয়ানডে খেলা পেস অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দলে থাকা জেজে স্মাটস ও মাঙ্গালিসো মোসেহলেকেও রাখা হয়েছে। বাদ পড়েছেন অ্যারন ফাঙ্গিসো ও থিউনিস ব্রুইন।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্সে দলে ফিরেছেন মরনে মরকেল। তরুণদের সুযোগ দিতে কাগিসো রাবাদা, হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

এদিকে, ১৬ সদস্যের ইংল্যান্ড দলেও বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিশ্রাম পেয়েছেন। যাদের মধ্যে রয়েছেন জো রুট, বেন স্টোকস, মঈন আলী ও আদিল রশিদ। ইনজুরির কারণে নেই পেসার তাইমাল মিলস। তবে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান নেতৃত্বে থাকবেন।

ইংলিশ টিমে এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি এমন নতুন মুখ পাঁচজন। লিয়াম লিভিংস্টোন ও ম্যাসন ক্রেন প্রথমবারের মতো ডাক পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় ডেভিড ম্যালান, টম কারেন ও ক্রেগ ওভারটন।

দক্ষিণ আফ্রিকা টি-২০ স্কোয়াড: এবি ডি ভিলিয়াস (অধিনায়ক), ফারহান বেহারদিয়েন, রিজা হেন্ডরিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, মাঙ্গালিসো মোসেহলে, ওয়েন পারনেল, ডেন পিটারসন, আন্দাইল ফেহলুকভায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরিজ শামসি, জেজে স্মাটস।

ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (প্রথম দুই ম্যাচ), স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ম্যাসন ক্রেন, ডেভিড ম্যালান, টম কারেন, ক্রেগ ওভারটন (শেষ দুটি ম্যাচ), লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, ডেভিড উইলি, মার্ক উড (প্রথম ম্যাচ)।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।