ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা বাড়লো সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
অপেক্ষা বাড়লো সাকিবের ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দিয়ে মাইলফলক ছোঁয়া হলো না! ওয়ানডেতে পাঁচ হাজার রান পূরণের অপেক্ষা বাড়লো সাকিব আল হাসানের। বার্মিংহামের এজবাস্টনে ৩২ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমে ১৫ রান করে আউট হয়ে গেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

আর মাত্র ১৭ রান করলেই তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে পাঁচ হাজারি রানের ক্লাবে পৌঁছে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে মহাকাব্যিক সেঞ্চুরিতে পাঁচ হাজার রানের দ্বারপ্রান্তে চলে আসেন সাকিব।

৩৪.৯৮ গড়ে ৪৯৬৮। ওই ম্যাচটিতে ৩৩ রানে চার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো অসাধারণ ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ২২৪ রানের রেকর্ড জুটিতে দলকে এনে দেন রোমাঞ্চকর এক জয়।

ক্যারিয়ারের ১৭৭তম ওয়ানডেতে রান সংখ্যাটা ৪৯৮৩-এ নিয়ে গেছেন সাকিব। এ ফরমেটে সাতটি সেঞ্চুরির মালিক ৩০ বছর বয়সী সাকিব। অর্ধশতক হাঁকিয়েছেন ২১ বার। বল হাতে উইকেট শিকার করেছেন ২২৪টি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।