ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের জয়ে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
পাকিস্তানের জয়ে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি ছবি:সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। এ জয়ের ফলে দলীয় র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে অবস্থান করছে তারা। তবে পাকিস্তানের জয়ে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে গিয়েছে মাশরাফিরা।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের পর এক রেটিং হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৫ থেকে কমে দাঁড়িয়েছে ৯৪।

আর ফাইনালে ভারতকে হারানোর পর ৯৩ রেটিং পয়েন্ট থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫।

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে অস্ট্রেলিয়াকে টপকে দুইয়ে উঠেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর আবার ফিরে এসেছে তিন নম্বরে। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তাদের দুই নম্বর স্থান ফিরে পেয়েছে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে দক্ষিণ আফ্রিকা।

২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও র‍্যাঙ্কিংয়ের অন্য প্রথম সাত দল সরাসরি সুযোগ পাবে। অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে প্রথম আট দলে থাকার বিকল্প নেই। বাংলাদেশের ছয় নম্বর জায়গাটি হারানো দুঃসংবাদ বটে। তবে তাতে ভয়ের কিছু নেই। সাতে নেমে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো উজ্জ্বল বাংলাদেশের।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দুর্দশা সম্ভাবনা বাড়িয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র করায় ২ পয়েন্ট হারিয়েছে ক্যারিবীয়রা। ৭৭ পয়েন্ট নিয়ে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১৭ পয়েন্টে। অষ্টম দল শ্রীলঙ্কাও এগিয়ে আছে ১৬ পয়েন্টে।

ফলে বাংলাদেশের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের আট নম্বর জায়গাটির ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্ট হলেও ঘাবড়ানোর কিছু নেই। বড় দুর্ঘটনা ঘটে গেলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের নয়ে নেমে যাওয়ার শঙ্কা তেমন নেই। আর ওই দিনের মধ্যে আটে থাকা দলগুলো সরাসরি জায়গা করে নেবে ২০১৯ বিশ্বকাপে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং-
১। দক্ষিণ আফ্রিকা- ১১৮ রেটিং পয়েন্ট
২। অস্ট্রেলিয়া- ১১৭ রেটিং পয়েন্ট
৩। ভারত- ১১৬ রেটিং পয়েন্ট
৪। ইংল্যান্ড- ১১৩ রেটিং পয়েন্ট
৫। নিউজিল্যান্ড- ১১১ রেটিং পয়েন্ট
৬। পাকিস্তান- ৯৫ রেটিং পয়েন্ট
৭। বাংলাদেশ- ৯৪ রেটিং পয়েন্ট
৮। শ্রীলঙ্কা- ৯৩ রেটিং পয়েন্ট
৯। ওয়েস্ট ইন্ডিজ- ৭৭ রেটিং পয়েন্ট
১০। আফগানিস্তান- ৫৪ রেটিং পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।