ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরমেটের দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের নায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
তিন ফরমেটের দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের নায়ক ছবি: সংগৃহীত

সরফরাজ আহমেদকে পাকিস্তানের টি-টোয়েন্টি আর ওয়ানডের দলপতির দায়িত্ব দেওয়া হলেও মিসবাহ-উল-হক ছিলেন দলটির টেস্ট দলপতি, ডেপুটি হিসেবে ছিলেন সরফরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সাদা পোশাক থেকে বিদায় নেন মিসবাহ।

এতোদিন টেস্ট দলের কোনো অধিনায়ক না থাকলেও এবার এই দায়িত্ব উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা দলপতি সরফরাজের কাঁধে।  

সরফরাজের নেতৃত্বেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান।

বোর্ডের সিনিয়র এক কর্মকর্তা জানান, যোগ্য দলপতি হিসেবেই সাদা পোশাকের দায়িত্ব পেতে যাচ্ছেন সরফরাজ।

সিনিয়র এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান লন্ডন থেকে দেশে ফেরার পর গভর্নিং বডির বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। তবে, সরফরাজকে টেস্ট অধিনায়ক করার বিষয়টি এক রকম চূড়ান্তই হয়ে গেছে। এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র। ’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।