ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়পুর পুলিশের কাণ্ডে চটেছেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
জয়পুর পুলিশের কাণ্ডে চটেছেন বুমরাহ ছবি: সংগৃহীত

জেব্রা ক্রসিংয়ের একপাশে দাঁড়ানো দুটি গাড়ি, অন্যপাশে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর ওভার স্টেপিংয়ে ‘নো বল’ এর ছবি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় এমনই একটি ছবি দেখা যাচ্ছে।

সেই ‘নো বল’ এর কারণে ভারতকে চড়া মূল্য দিতে হয়েছে। শিরোপা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া।

জয়পুর পুলিশের করা এক টুইটের ছবি এটি। ভারতের জয়পুরে রাস্তার পাশে বিলবোর্ডে এই ছবি শোভা পাচ্ছে। তাদের প্রচারের বিষয়বস্তু: বুমরার মতো ‘সীমারেখা লঙ্ঘন কোরো না’। ট্রাফিক সিগনালে নিরাপদে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির জন্য এই অভিনব পন্থা বেছে নিয়েছে জয়পুর পুলিশ। সেখানে বার্তা হিসেবে লেখা, ‘Don't cross the line. You know it can be costly.’ যার বাংলা দাঁড়ায়, ‘লাইন পেরিয়ে যাবেন না, এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। ’

ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বুমরাহর ‘নো বল’ এর সৌজন্যে মাত্র ৩ রানে ‘জীবন’ পান পাকিস্তানি ওপেনার ফখর জামান। পরে সেঞ্চুরি করে ফিরেছেন এই বাঁহাতি। তার সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান বড় সংগ্রহ দাঁড় করায়। ম্যাচও জিতে নেয় পাকিস্তানিরা।

তবে এই ব্যাপারটি ভালোভাবে মেনে নেননি ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। প্রতিবাদ জানিয়ে বুমরাহ টুইট করেছেন, ‘সাবাশ জয়পুর পুলিশ, এই ছবিটাই প্রমাণ করে দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার পর একজন ঠিক কতখানি সম্মান পায়। ’

পরে জয়পুর পুলিশ আরেকটি টুইট করে লিখেছে, ‘প্রিয় বুমরাহ আমরা আপনাকে অসম্মান করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করিনি। ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে আরও সচেতন করার জন্যই আমরা এমনটা করেছি। ’

এখানেই শেষ নয়। আরও একটি টুইট করেছেন বুমরাহ, ‘চিন্তার কারণ নেই। আপনারা নিজেদের কর্মস্থলে যেসব ভুল করেন, সেটি নিয়ে মজা করব না। আমি মনে করি, মানুষ মাত্রই ভুল করে। ’

এরপর জয়পুর পুলিশ লিখেছে, ‘বুমরাহ, আপনি তরুণদের আইকন। আমাদের সবার প্রেরণা। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।